পাহাড় চড়া অনেক হলো আমার
একটু এবার পা ঝুলিয়ে বসা
পায়ের নিচে ধাক্কা মারে বাতাস
মুখ নামিয়ে মাটিতে চোখ রাখা।
পাহাড় আমার বিশেষ বড় নয়
পাথর বেশি সবুজ-টবুজ কম
ভোরের দিকে ঠান্ডা হাওয়া দেয়
বিকেলবেলা গরম একটু কম ...
পায়ের নিচে যতটা দূর দেখি
ছড়িয়ে আছে শহর সভ্যতা
কাঁচের-বাড়ি ঝিলিক দিয়ে ওঠে
রাতের আলোয় অলীক মুগ্ধতা।
প্রতিদিনের যুদ্ধ শেষ করে
রাত্রিবেলা যখন বাড়ি ফিরি
ড্রয়িং-রুম কাপায় সিরিয়াল
পাহাড় তখন আমার সহচরী।
নিয়ন-আলোর ঘরটা থেকে দূরে
অন্ধকারে ব্যালকনি-তে বসি
পাহাড় আমায় ডাক দিয়ে যায় তখন
বলে একটা গান গাও তো দেখি ...
আমিও দুহাত ছড়িয়ে দি তখন
এগারো-তলার ঝুলন্ত দশ-ফুটে
যতই লোহা-পাথর থাক না কেন
পাহাড় আমার সবুজ হয়ে ওঠে।