Wednesday, May 1, 2013

Pahar amar


পাহাড় চড়া অনেক হলো আমার
       একটু এবার পা ঝুলিয়ে বসা
পায়ের নিচে ধাক্কা মারে বাতাস
মুখ নামিয়ে মাটিতে চোখ রাখা।

পাহাড় আমার বিশেষ বড় নয়
পাথর বেশি সবুজ-টবুজ কম
ভোরের দিকে ঠান্ডা হাওয়া দেয়
বিকেলবেলা গরম একটু কম ...

পায়ের নিচে যতটা দূর দেখি
ছড়িয়ে আছে শহর সভ্যতা
কাঁচের-বাড়ি ঝিলিক দিয়ে ওঠে
রাতের আলোয় অলীক মুগ্ধতা।

প্রতিদিনের যুদ্ধ শেষ করে
রাত্রিবেলা যখন বাড়ি ফিরি
ড্রয়িং-রুম কাপায় সিরিয়াল
পাহাড় তখন আমার সহচরী।

নিয়ন-আলোর ঘরটা থেকে দূরে 
অন্ধকারে ব্যালকনি-তে বসি
পাহাড় আমায় ডাক দিয়ে যায় তখন
বলে একটা গান গাও তো দেখি ...

আমিও দুহাত ছড়িয়ে দি তখন
এগারো-তলার ঝুলন্ত দশ-ফুটে
যতই লোহা-পাথর থাক না কেন
পাহাড় আমার সবুজ হয়ে ওঠে।